রাজশাহীর চারঘাটে নাজমুল হোসেন (২৩) নামের এক যুবককে ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ আটক করেছে র্যাব-৫। গ্রেফতারকৃত আসামী নাজমুল হোসেন রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঠালবাড়ি গ্রামের আসাদুলের ছেলে। র্যাব-৫ জানায়, গত (২৮ জুন) সোমবার রাতে চারঘাট থানাধীন ধরবান্ধা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। র্যাব জানায়, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী জেলার চারঘাট থানার ধরবান্দা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ নাজমুল হোসেনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply