শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীতে পৌর মেয়রের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, মাদক ও কোটি টাকাসহ আটক-৩

মোঃ মনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম বুধবার, ৭ জুলাই, ২০২১

রাজশাহী রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করেছে থানা পুলিশ। এ সময় পৌর মেয়রের বাড়ি থেকে ৯৪ লাখ ৯৮ হাজার টাকা, ৪ টি অগ্নেঅস্ত্র, এর মধ্যে ১ টি বিদেশী পিস্তাল, ৪৩ রাউন্ড গুলি, (এর মধ্যে ব্যবহৃত ৪ টি) ২০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন ,, দুটি চেক- (একটি দেড় লাখ ও অপরটি ১৬ লাখ ৫০ হাজার টাকা)। বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) রুবেল আহমেদ জানান, ৬ জুলাই দিবাগত রাতে বাঘা থানার একটি মামলার ঘটনায় আসামীকে ধরতে পুলিশ আড়ানি পৌর মেয়রের বাড়িতে অভিযানে চালায়। এসময় বাড়িটিতে তল্লাশি করার সময় ৪ টি বিদেশি পিস্তল, নগদ প্রায় ৯৫ লাখ টাকা ও ইয়াবা পাওয়া যায়। বাড়িতে থাকা তার স্ত্রী জেসমিন আকতার এবং দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তবে মেয়র মুক্তার আলীকে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত পদক্ষেপের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581