রাজশাহী নগরীতে পুলিশের দালালের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারন মানুষ । যে কোন কাজে থানায় আসলে আগে দালালের সাথে কথা বলতে হয়। সাধারণ জনগন পাচ্ছে না প্রশাসনের কাছে তাদের নায্য অধিকার। অনেকে পড়ছেন প্রতারক এবং দালাল চক্রের পাল্লায় । সাধারন জনগন প্রতিনিয়ত হচ্ছে হয়রানির শিকার। তাদের ছোবল থেকে বাদ পড়ছেনা কমলমতি স্কুল পড়ুয়া শিক্ষাথীরাও। সন্ধ্যা নামলেই থানার সামনে ঘুরঘুর করতে দেখা যায় দালালদের সংবদ্ধ চক্রকে। ভুক্তভোগীরা জানান, পুলিশ তাদের ইশারার পুতুল, তাদের কথায় চলে থানা, যাকে খুশি তাকে ধরিয়ে দিচ্ছে সেই কথিত থানার দালালেরা। থানায় কিম্বা ফাঁড়িতে তুলে নিয়ে গিয়ে চলে দেনদরবার এবং চলে মারধোর, মোটামটি সামারি না হলে ঘাড়ে চেপে যায় মাদকসহ বিভিন্ন পেন্ডিং মামলা। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় সাধারন মানুষ ও ভুক্তভোগী পরিবারের মাঝে নেমে অাসে আতংকের ছায়া । এ ছাড়া অনেক সময় সেই দালাল মাদক ব্যবসায়ীদের কাছে থেকে পুলিশ পরিচয় বা পুলিশের ভয় দেখিয়ে নিয়ে আসে মাসওয়ারা । এ ব্যাপারে দালালের নাম পরিচয়সহ বিস্তারিত আসছে………….বিশেষ করে রাজপাড়া ওসি মাজহারুল ইসলাম এবং এস আই মকবুলের অন্যায় ও দুর্নীতির খবর নিয়ে আসছি চোখ রাখুন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকায়,,,,
Leave a Reply