রাজশাহীতে দিনে দুপুরে ছাত্র লীগ নেতার মোটরসাইকেল ছিনতাই
মাসুদ আলী পুলক রাজশাহী ব্যুরো প্রধানঃ–রাজশাহী মহানগরীর কাশিয়াডাংগা থানা এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধার সন্তান সোহেল এর ব্যবহৃত মোটরসাইকেল ছিনতাই করার অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি ) বৈকাল ৫ ঘনিকায় কাশিয়াডাংগা থানাধীন বালিয়ার মোড় স্যানপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতা সোহেল ব্যবসায়ীক কাজে কাশিয়াডাংগা হতে হরিপুর যাবার পথে এক দল দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতি রোধ করে এসময় কিছু বুঝে উঠার আগে অস্ত্র ধরে ভয়ভীতি দেখেয়ে মোটরসাইকেল কারিয়া লইয়া দুরত্ব স্থান ত্যাগ করে সন্তাসীরা । সোহেল দূরত্ব কাশিয়াডাংগা থানার অফিসার ইর্নচাজ অবগতি করিয়া অভিযোগ দায়ের করে, পরে জানিতে পারে যে ১। মোঃ নাসির উদ্দীন পিতা মৃত্যু আতাউর রহমান সাং রায়পাড়া বালুর ঘাট ২। মোঃ সালমান, পিতা মোঃ সাঈদ, সাং গুড়িপাড়া, ৩। মোঃ শিমুল, পিতা. অজ্ঞান, সাং গুড়িপাড়া উভয়ের থানা কাশিয়াডাংগা,
সোহেল রানা কাশিয়াডাংগা মোড়ের বাসা পিতা মৃত্যু আলহাজ্ব আলতাফ হোসেনের বড় ছেলে রাজনীতির পাশাপাশি অটো গ্যারেজ ব্যবসায়ী।
সহেল বলে দুর্বিত্তরা গাড়ীর গতি রোধ করে এ সময় মোটরসাইকেল থামালে কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে মারধর করতে থাকে। একপর্যায়ে আমার কাছে থাকা মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায় তারা।’
কাশিয়াডাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ পতিবেদক কে মুঠোফোনে বলেন, ‘ঘটনাটি আমি অবগত হয়েছি । লিখিত অভিযোগ পেলে দূরত্ব আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Leave a Reply