করোনাভাইরাস পরিস্থিতিতে চলমান লকডাউনে রাজশাহীতে অসহায় হয়ে পড়া ২০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রাজশাহীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় যে,অনেকের কোন কাজকাম নাই , লগডাউনে ইনকাম না থাকায় খেয়ে নাখেয়ে জীবন পার করছেন।তাদের কাছে কোন অনুদানের ছোয়া লাগেনি। তাই হতাশ হয়েছে অধিকাংশ গরীব দিনমজুর পরিবার গুলো,এমনই কথা গুলো নিম্ন মধ্য আয়ের মানুষ গুলোর কাছে সোনা যায়।এদিকে আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী রিভার ভিউ কালেক্টরেট স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ূন কবীর খোন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি দিনমজুর, ছিন্নমূল, হিজড়া, হরিজনসহ রাজশাহী সিটি কর্পোরেশনের বস্তি এলাকার ২০০টি অসহায়, দুঃস্থ ব্যক্তির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। প্রতিজনকে দেয়া হয় ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও ৫০০ গ্রাম সয়াবিন তেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহানা আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) কল্যাণ চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply