রাজশাহী জেলার পবায় ১০০ গ্রাম হেরোইনসহ এক ব্যাক্তি কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম, মো. রাকিব দেওয়ান (২২)। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫’০০ টায় সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাকিব দেওয়ান বাগমারা থানাধীন মাদারীগঞ্জ হাসনীপুর গ্রামের মোঃ দেওয়ান কাজীর ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল পবা থানাধীন বড়গাছীহাট হযরত আবু বকর (রাঃ) মাদ্রাসা ও এতিমখানার সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply