রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এম এম শাকিলুজ্জামান এর সার্বিক নির্দেশনায় এবং রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব স্বপন কুমার মজুমজার এর সার্বিক তত্বাবধানে সদর থানার এস আই/(নিঃ) হিরন কুমার বিশ্বাস সংগীয় ফোর্স সহ রাজবাড়ী শহরের ভবানীপুর রেলওয়ে কলোনী এলাকা থেকে সি আর মামলা নং-৫৮১/১৮, টি,আর মামলা নং- ১৫০/১৯ মামলার দেড় বৎসরের সশ্রম কারাদন্ড, ১০,০০০/-টাকা জরিমানা অনাদায়ে আরো ০৩ মাস সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী হৃদয় হোসেন (৩২), পিতা-সালাম হোসেন,সাং-ধুঞ্চি ০৯ নং ওয়ার্ড, থানা ও জেলা-রাজবাড়ীকে গত ইং ২৭-০২-২০২১ তারিখ রাত্রী ০৭.৪৫ ঘটিকার সময় গ্রেফতার করে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নং-০২,রাজবাড়ী এর বিজ্ঞ বিচারক জনাব বেগম লাবনী আক্তার স্যার গত ২৬/০৮/২০১৯ খ্রিঃ তারিখে অত্র মামলার রায় ঘোষনা করেন।মামলার রায়ের পর থেকেই উক্ত আসামী পলাতক ছিল। কাকন আক্তার কাকলী বাদী হয়ে রাজবাড়ীর ০১ নং আমলী আদালতে ২০১৮ সালে ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের ০৪ ধারায় অত্র মামলাটি দায়ের করেন।
Leave a Reply