শুদ্ধাচার পুরষ্কার নীতিমালা ২০১৭ এর আলোকে রাঙামাটিতে নির্বাচিত হয়েছেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার। তিনি উপজেলা পর্যায়ে শুদ্ধাচার পুরষ্কার ২০২১ অর্জন করেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় হল রুমে শিউলি রহমান তিন্নীর হাতে জাতীয় শুদ্ধাচার পুরষ্কার ২০২০-২০২১ এর সম্মাননা এবং সনদ হাতে তুলে দেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মামুন মিয়া ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে শুদ্ধাচার চর্চা এবং ১৯টি শুদ্ধাচার সূচকের উপর ভিত্তি করে শুদ্ধাচার পুরষ্কার প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ (৫-১০) গেড হতে ২জন এবং (১১-২০) গ্রেডের ২জনসহ মোট ৪জনকে এই শুদ্ধাচার পুরষ্কার প্রদান করা হয়। সূত্রটি আরো জানায়, রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় হতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী, জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারী জগজ্যোতী চাকমা এবং বরকল উপকেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর জ্ঞান্ত কুমার চাকমাকে এই শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত করা হয়েছে। এবিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নীতিমালায় বর্ণিত সূচকের উপর ভিত্তি করে এবং প্রদত্ত পদ্ধতি অনুসরণ করে পুরষ্কার প্রদানের জন্য ৪জনকে নির্ধারিত করা হয়েছে। তাদের মেধা ও যোগ্যতা দিয়ে তারা এই পুরষ্কার অর্জন করেছে। উল্লেখ্য, পুরষ্কার প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চা ও উৎসাহ প্রদানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক, সনদপত্র ও ১মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।
Leave a Reply