বিশেষ প্রতিনিধিঃ-ভোলার তজুমদ্দিনের বড় মলংচড়া ইউনিয়নের মেঘনায় জেগে উঠা নতুন চর স্থানীয় সংসদ সদস্যের পুত্র রাইয়ান চৌধুরীর নামে নামকরণ করে সাইনবোর্ড লাগানোর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তা বাতিল করতে নির্দেশ দিয়েছেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
রাইয়ান চৌধুরীর নামে নামকরণের সাইনবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে শনিবার (২৯ আগস্ট) সকালে নিজের ভেরিফাইড ফেজবুক পেজে এমপি উল্লেখ করেন, “যারা চরে আমার ছোট ছেলে রাইয়ান চৌধুরীর নামে সাইনবোর্ড লাগিয়েছেন। অনতিবিলম্বে সেগুলো তুলে ফেলবেন। রাইয়ান অনেক ছোট মানুষ। ওকে নিয়ে কেউ নোংরামি করবেন না। মনে রাখবেন, ওর বয়সের আপনারও সন্তান আছে।
এমপি শাওন আরও বলেন, কতিপয় সুযোগ সন্ধানীরা আমার ও আমার পরিবারেরর নাম ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। যারা আমার সন্তানের নাম ব্যবহার করে সুবিধা নেয়ার পায়তারা করছেন, তাদেরকে অপচেষ্টা থেকে সরে আসার আহবান জানাচ্ছি। ভবিষ্যতে আমার পরিবারের সদস্যের নামে যে কোন বিষয়ে নামকরণের আগে আমার পরামর্শ গ্রহনের অনুরোধ করছি।
Leave a Reply