গতকাল ২৯ শে ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্হা “সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টস” মানবাধিকার বিষয়ক সেমিনার আয়োজন করে। সেমিনারে ২০ জন গর্বিত মা কে রত্নগর্ভা সম্মাননা পদক প্রদান করা হয়।
নাট্যকার, কলামিস্ট ও ঔপ্যন্যাসিক মনজুর রহমান শান্তর স্ত্রী রওশন আরা কলি তার একমাত্র সন্তান শায়লা রহমান মুনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করায় উক্ত সম্মাননা পদক লাভ করে।
Leave a Reply