স্টাফ রিপোর্টারঃ
গত ইংরেজি ১৯/০৭/২০২০ তারিখে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ১২ নং জিউধরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোঃ মিজানুর মৃধার মেয়ে মোসাঃ সুরমা বেগম(২২)
গত ইংরেজি ০৬/০৬/২০১৯ তারিখে বিয়ে দেন ১২ নং জিউধরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ডুমুরিয়া গ্রামের মোশারফ শেখ এর বড় ছেলে রাজীব শেখ এর কাছে বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবিতে অমানুষিক নির্যাতন চালায় পুত্রবধূ় সুরমা বেগমের উপর। এ খবর শুনে মেয়ের বাবা মেয়ের জামাইকে ১ লাখ টাকা দেয় যৌতুক। সেই টাকা আজেবাজে কুকর্মে খরচ করে ফেলে তারই কিছুদিন পর মেয়ের বাবার কাছে দাবি করে আরো টাকা।
গৃহবধূ সুরমা বেগম বলেন এরইমধ্যে আমার স্বামীর ছোট ভাই সাগর শেখ, আমাকে কুকর্মের প্রস্তাব দেয় আমি প্রস্তাবে রাজী না হয়ে আমার শ্বশুর শাশুড়ি কে জানাই তারা এর কোন ব্যবস্থা না নিয়ে উল্টা আমার উপর আরো নির্যাতন চালায় এ কথা আমি অন্যকে বলব বলে তা বলার পর,
ওই রাতে আমার শাশুড়ি ও দুই ননদ আমাকে মুখে গামছা দিয়ে আমার মাথা ন্যাড়া করে দেয়।
তারপর আমাকে এক সপ্তাহ ঘরের ভিতরে বন্দী করে রাখে আমাকে মারার পরিকল্পনা করাতে আমি ঘরের বেড়া ভাঙ্গিয়া পালিয়ে বাপের বাড়িতে যাই। এই বিষয়ে সুরমা বেগম ৬ জনকে বিবাদী করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
Leave a Reply