সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

যেভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল জানা যাবে ? মাতৃজগত টিভি

মোহাম্মদ ইয়াকিন
  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে অদ্য ৩১ ডিসেম্বর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে https://www.educationboard.gov.bd/ এবং আলাদাভাবে প্রতিটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল মঙ্গলবার দুপুর ১২টায় প্রকাশ করা হবে।

গত নভেম্বরে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অনুষ্ঠিত। এবার এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থী ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন। মোট ২ হাজার ৯৮২টি কেন্দ্রে এই পরীক্ষা হয়।

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল জানা যাবে যেভাবে
• নিজ নিজ স্কুল থেকে
• মোবাইল ফোনে এসএমএস পাঠানোর মাধ্যমে
• অফিসিয়াল ওয়েবসাইটে

ওয়েবসাইট
• প্রথমে যেতে হবে ওয়েবসাইটে
• যে সালে জেএসসি পরীক্ষা দিয়েছেন তার নির্বাচন করতে হবে। ২০১৯ সালের পরীক্ষার্থী সেহেতু এখানে ২০১৯ নির্বাচন করুন।
• এরপর শিক্ষার্থী যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন তা নির্বাচন করুন। যেমন ধরুন ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিলে বোর্ড হবে ঢাকা Dhaka.
• পরবর্তী ঘরে দিতে হবে রোল নম্বর।
• এরপর রেজিস্টেশন নম্বরের ঘরটি সঠিকভাবে পূরণ করতে হবে।
• এর নিচে লক্ষ্য করে দেখবেন একটি ক্যাপচা। এখানে যে শব্দটি বা সংখ্যাটি হিজিবিজিভাবে লেখা থাকবে তা সঠিকভাবে পাশের ঘরটিতে টাইপ করতে হবে।


• এরপর সাবমিট-এ ক্লিক করলেই কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। আরো রেজাল্ট দেখতে চাইলে রিসেট অপশনে ক্লিক করে প্রক্রিয়াটি পুনরাবৃত্তির মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন।

এসএমএস
• যেকোনো মোবাইল ফোন অপারেটরের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে JSC অথবা JDC
• এরপর একটি স্পেস দিয়ে বোর্ড এর প্রথম তিনটি অক্ষর লিখতে হবে।
• এরপর, একটি স্পেস দিন এবং রোল নম্বরটি লিখুন।
• এবার আবার স্পেস দিয়ে পরীক্ষার সাল অর্থাৎ 2019 লিখুন।
• Example: JSC <স্পেস>JES <স্পেস>123456 <স্পেস>2019
মাদ্রাসা বোর্ড এর ক্ষেত্রে: JDC<স্পেস>MAD<স্পেস>123467<স্পেস>2019
• এবার মেসেজটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

সকল বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লেখার নিয়ম
• ঢাকা বোর্ড DHA
• কুমিল্লা বোর্ড COM
• চট্টগ্রাম বোর্ড CHI
• রাজশাহী বোর্ড RAJ
• যশোর বোর্ড JES
• বরিশাল বোর্ড BAR
• সিলেট বোর্ড SYL
• দিনাজপুর বোর্ড DIN
• টেকনিক্যাল বোর্ড TEC
• মাদ্রাসা বোর্ড MAD

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581