শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন

যশোর সদর উপজেলার অস্ত্র চোরাকারবারী আটক-২! Matrijagat TV

আব্দুল জব্বার, স্টাফ রিপোর্টার, যশোর :
  • আপডেট টাইম শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

যশোরে অস্ত্র চোরাকারবারীদের স্বীকারোক্তি মোতাবেক কবর খুঁড়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৭২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে আটক চোরাকারবারী সদর উপজেলার সিরাজসিংহ গ্রামের আব্দুল হক গাজী (৭২) ও তার ছেলে আব্দুল হালিম গাজীর (৪৫) বাড়ির পারিবারিক কবরস্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ গোলাম রব্বানী শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল হক ও তার ছেলে হালিম গাজীকে আটক করে পুলিশ। পরে স্বীকারোক্তি মোতাবেক তাদের প্রাচীর দিয়ে ঘেরা পারিবারিক কবরস্থানের গেট খুলে ভেতরে ঢুকে, মাটি খুঁড়ে পাঁচটি বিদেশি আগ্রেয়াস্ত্র ও ৭২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো একটি বিদেশি নাইন এমএম মডেলের পিস্তল, একটি বিদেশি সেভেন পয়েন্ট ৬৫ মডেলের পিস্তল, একটি ওয়ান শুটারগান ও দুইটি পাইপগান। পুলিশ কর্মকর্তা গোলাম রব্বানী শেখ আরও বলেন, আটক বাবা ছেলে দীর্ঘদিন ধরেই অস্ত্র চোরাকারবারীর সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581