যশোরের মনিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের, রামপুর গ্রামের প্রবাসি আসাদুজ্জামানের পুত্র বুরহান উদ্দীন, একই উপজেলার মশ্মিমনগর গ্রামের রেশমার কন্যা মুন্নির সাথে, দীর্ঘ আট বছর ধরে প্রেম সম্পর্ক চলে আসছে।
সর্ম্পতি ছলনাময়ী মেয়ে মুন্নি তার প্রেমিক বুরহান উদ্দীনের সাথে, প্রতারনা করে আসছে।
দীর্ঘ দিনেের প্রেমিকের আড়ালে, সোহান নামের অন্য এক ছেলের সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়ে মুন্নি। একপর্যায়ে সে প্রেমিক বুরহানের সাথে বিভিন্ন ছলনা করতে থাকে।
গত ২৭/৪/২০২০ তারিখ আনুমানিক রাত দশটা দিকে, প্রেমিকা মুন্নি তার প্রেমিক বুরহান কে ফোন দিলে উভায়ের মধ্যে বাকবিতন্ডা হয়।
তখন বর্তমান প্রেমিক সোহানের ছবি বুরহানের ফোনে পাঠিয়ে দেন মুন্নি। ঐ ছবি দেখে ও মুন্নির ফোন আলাপে অসাদাচরণ কথা শুুনে ধৈর্যহারা হয়ে, ঘরের সিলিং ফ্যানের সাথে গামছা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বুরহান।
এই সকল বিষয়ে প্রতিবেদকে বুরহানের পরিবার জানান। এইদিকে বুরহানের মা দাবি করেন, মুন্নি নামের মেয়েটি ছলনাময়ী ও একজন প্রতারক,যার কারণে আজ আমাকে সন্তানহারা হতে হয়েছে।
আমি আপনাদের মাধ্যমে জোর দাবি করছি, এই ছলনাময়ী মেয়ের খপ্পরে যেন কোন ছেলে না পড়ে, এবং আমার মতো আর যেন কোন মায়ের বুক আর যেন খালি না হতে হয়।
তিনি আরও দাবি করেন ছেলে বুরহানের মৃত্যুর জন্য দায়ী মুন্নি, তার মা রেশমা,ও সোহান নামের ছেলেটি।
Leave a Reply