বিল্লাল হুসাইন,যশোর।।
যশোরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল-গুলি-চাকু সহ বাবা ও তার দুই ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে যশোর সদরের গলাদহ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়। আটককৃতরা হলেন- ওই এলাকার হাসান মোল্লা (৫৮), তার দুই ছেলে মহিদুল ইসলাম মুন্না (৩৪) ও মোহাম্মদ জিন্নাহ (৩০)।
শনিবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আশরাফ হোসেন এ তথ্য জানান। .
পুলিশ সুপার আরোও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার হাসান মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় তাদের ঘরে রাইস কুকারের ভেতরে রাখা দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। পরে হাসান মোল্লা ও তার দুই ছেলেকে আটক করা হয়।
Leave a Reply