বিল্লাল হুসাইন,যশোর।
যশোরে নতুন করে আরো ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৪ জন।
নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিৎকুমার রায়। মঙ্গলবার মধ্যরাতে তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে সোমবার ১৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭টি রিপোর্ট পজেটিভ আসে।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এদিন যশোরের ৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২টির ফল পজেটিভ এসেছে।
এছাড়া ঝিনাইদহের ৩৮টি নমুনা পরীক্ষা করে চারটির এবং মাগুরার ২১টির মধ্যে একটি পজেটিভ পাওয়া গেছে।
এই বিষয়ে যশোরের সিভিল সার্জন আবু শাহীন জানান, নতুন শনাক্ত ১২ জনের মধ্যে এমপি রনজিৎকুমার রায় রয়েছেন। আক্রান্তদের অবস্থান ও এলাকা নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যকস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply