যশোরে ট্রাকচাপায় দুই থ্রিহুইলার-যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার সকাল নয়টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের শানতলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার দৌলতদিহি গ্রামের হাসান আলী (৩৮) ও বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের তানিয়া সুলতানা (৫০)। হাসান পেশায় কাঠ মিস্ত্রি, তানিয়া ব্র্যাককর্মী।
দুর্ঘটনায় আহতরা হলেন, মনোয়ারা খাতুন, পারভেজ মাহমুদ ও অটোচালক নজরুল। পুলিশ দুজন নিহতের কথা নিশ্চিত করেছে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ মর্গে রয়েছে। নিহত হাসানের ফুফু জেসমিন আক্তার জানান, হতাহতরা একটি থ্রিহুইলারে চড়ে চুড়ামনকাটি বাজারে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে শানতলা এলাকায় যশোর-কুষ্টিয়া মহাসড়কে পেছন থেকে একটি ট্রাক থ্রিহুইলারটিকে চাপা দেয়।
এসময় স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে আসেন। পথেই দুইজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন জেসমিন। যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার অজয় সরকার জানান, আহত মনোয়ারার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।
Leave a Reply