মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

যশোরে ঝিকরগাছায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা করছেন এম পি নাছির উদ্দিন! Matrijagat TV

 বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম শনিবার, ৪ এপ্রিল, ২০২০

যশোরের ঝিকরগাছা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে আজ (০৪-০৪-২০২০ইং) তারিখ শ‌নিবার বিকালে ঝিকরগাছার পা‌নিসারা, নির্বাস‌খোলা , হা‌জিরবাগ ,শংকরপুর ও বাঁকড়া ইউ‌নিয়‌নের বি‌ভিন্ন বাজা‌রে ক‌রোনা ভাইরাস প্র‌তি‌রো‌ধে জনস‌চেতনতা সৃ‌ষ্টির ল‌ক্ষে য‌শোর -২ আস‌নের সংসদ সদস্য মেজর জেনা‌রেল (অবঃ) অধ্যাপক ডাঃ না‌সির উ‌দ্দিন, এর নেতৃ‌ত্বে প্রচারনা চালা‌নো হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার, ভাইস চেয়ারম্যান সে‌লিম রেজা, থানার অ‌ফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক , উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারন সম্পাদক কামাল হো‌সেন সহ , সেনাবা‌হিনীর সদস্য বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581