যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলায় ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও তিনজন। শনিবার (১ মার্চ) সকাল ১০টায় যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাঠি সানতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের আতিয়ার রহমানের ছেলে ফার্নিচার ব্যবসায়ী হাসান (৩২) ও বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের বাসিন্দা ব্রাক এনজিও কর্মী তানিয়া খাতুন (৩৫)।য যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বার্তা ২৪.কমকে বলেন, সকালে একটি যাত্রীবাহী সিএনজি যশোর থেকে সাতমাইলের দিকে যাচ্ছিল। চুড়ামনকাঠির সানতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি হুইলারের চালকসহ ৩ যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকর দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত তিন জনের অবস্থা গুরুতর, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
Leave a Reply