বিশেষ প্রতিনিতি ।।
যশোর সদরের লেবুতলা বাজারস্থ ৫ শয্যা বিশিষ্ট লেবুতলা উপ-স্বাস্থ্যকেন্দ্রে নির্মাণাধীন অবস্থায় কংক্রিটের ভিত্তি ও কলামের কাজে নানা অনিয়মর অভিযোগ । উপস্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ইটের খোয়া মেশানো হচ্ছে নতুন নির্মাণকাজে। এছাড়াও নির্মাণ নিম্নমানের বালুর ব্যবহারের অভিযোগ উঠেছে, স্থানীয় একটি মাধ্যম জানায়, ১৯ জুন সন্ধ্যা পাঁচটার দিকে চেয়ারম্যান নিজে থেকে ১২ কলামের ৬ টি কলাম ভেঙে দেয়। গতকাল শনিবার আমাদের প্রতিনিধি সরেজমিন প্রত্যক্ষ করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা, রমেশ চন্দ্র বলেন আমি বিষয়টি গতকাল অবগত হয়েছি। কাল নিম্নমানের কাজের জন্য ছয়টি পিলার ভাঙ্গা হলো কিন্তু আজ বাকি পিলারগুলো একই বালু এবং খোয়া দিয়ে কেন নির্মাণ করা হচ্ছে? এটি আমার ব্যাক্তি চাহিদা নয়, এ এলাকার স্বার্থ। আমরা চাই উন্নত মানের কাজ হোক। ঘটনাস্থলে কোন ঠিকাদার প্রতিষ্ঠান কর্মীকে না পাওয়া গেলেও জব্বার নামক এক মিস্ত্রি বলেন এই পরিত্যক্ত ঘরের ইটগুলো একজনে কিনেছে সে বাড়িতে নেওয়ার জন্য এখান থেকেই খোয়া তৈরি করে নিয়ে যাচ্ছে, এটি কখনোই মিশাল করা হয়নি। আর বালুর ব্যাপারে আমি কিছুই জানিনা, মুঠোফোনে কথা হয় ওই কাজের ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুর রহমানের সাথে তিনি বললেন আমার স্যারের নাম্বার দিচ্ছি উনি বলবেন আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারব না। এ ব্যাপারে স্বাস্থ্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্তৃক এক্সটেনশন কে ০১৭১১০৪২৭০১ নম্বরে ফোন দিলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে বললেন, যে আপনাকে ফোন নাম্বার দিয়েছে তার সাথে আগে যোগাযোগ করেন।
Leave a Reply