যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ, মোঃ রহমত আলী সরদার(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ২৯ জানুয়ারি দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন, ভবেরবেড় গ্রাম থেকে তাকে আটক করে, পোর্ট থানা পুলিশ। গ্রেফতার মাদক ব্যবসায়ী রহমত আলী ভবারবেড় গ্রামের, ওয়াহেদ সরদারের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান,এএসআই রবিউল ও এএসআই শরিফুল ইসলাম ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে দুই কেজি গাজা সহ এক মাদক ব্যসায়ীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামীকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
Leave a Reply