যশোরের বাঘারপাড়ায় অসংখ্য প্রতারণা করে রক্ষা পেলেও শেষ রক্ষা হয়নি, বাঘারপাড়ার এক কথিত সমাজ সেবকের। শেষ পর্যন্ত প্রতারণার দায়ে তাকে জেল হাজতে যেতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বোয়ালিয়া গ্রামের খোকন অধিকারির ছেলে রবিন অধিকারিকে, জাপানে পাঠানোর নাম করে পাঁচ লক্ষ টাকা গ্রহন করে, একই গ্রামের প্রতারক অরুণ অধিকারি। ২০০৬ সালের পহেলা জানুয়ারিতে তিনশত টাকার ষ্টাম্পে চুক্তি স্বাক্ষরের মাধ্যমেই, অরুণ অধিকারি এই টাকা গ্রহন করেন।
টাকা নেওয়ার পর থেকে সে নানা টালবাহনা করতে থাকেন। বিভিন্ন অজুহাত দেখিয়ে পার করেন দীর্ঘ ১৩ বছর। এক পর্যায়ে অরুণ অধিকারি টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করেন। নিরুপায় হয়ে রবিন অধিকারি গতবছর ১৬ জুলাই আদালতে মামলা করেন। যার নং সিআর ২৩০/১৯ গত সোমবার মামলার ধার্য দিনে অরুণ অধিকারি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়ে দেন। এই খবর বাঘারপাড়ায় ছড়িয়ে পড়লে, ভুক্তভোগি অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। বেরিয়ে আসছে অরুণ অধিকারির অসংখ্য প্রতারণার খবর।
Leave a Reply