যশোরে জেলার বাঘারপাড়া উপজেলায় ছেলের সঙ্গে বাপের বাড়ি যাওয়ার সময় মোটরসাইকেল থেকে পড়ে পারভীন সুলতানা (৪৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাতটার দিকে বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। পারভীন সুলতানা ঝিকরগাছা উপজেলার হাজেরআলী গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। তিনি বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের ইন্দ্রা গ্রামের হাসনাত বিশ্বাসের মেয়ে। নিহতের স্বামী আব্দুল মান্নান বলেন, ‘সকালে ছেলে অহিদুজ্জামান তার মাকে মোটরসাইকেলে নিয়ে নানাবাড়ি যাচ্ছিল। পথিমধ্যে পুকুরিয়া গ্রামে পৌঁছালে তার মা চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যায়।
খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ মহিলা সার্জারি ওয়ার্ডের ডাক্তারের উদ্ধৃতি দিয়ে পারভীন সুলতানার মৃত্যু নিশ্চিত করেন। বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল-মামুন বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার জন্য বাঘারপাড়া পৌরসভার মেয়র কামরুজ্জামান বাচ্চু অনুরোধ করেছেন। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে ।
Leave a Reply