করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব জনিত কারনে সৃষ্ট পরিস্থিতিতে গৃহে থাকা কর্মহীন পরিবারের মাঝে বাংলাদেশে অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি, ঝিকরগাছা, শার্শা, বেনাপোল ও যশোর জেলা আঞ্চলিক কমিটির, উদ্যোগে ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি, যশোর জেলার আঞ্চলিক কমিটির সভাপতি আলমগীর হোসেন, এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির হোসেন, এর সঞ্চালনায় অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মনিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।
যশোর জেলা যুবলীগের সহ সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা মোঃ আজহার উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঝিকরগাছা উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী,ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান সবুজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, মোঃ হজরত আলী, মোঃ রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগ নেতা হান্নান হোসেন, ছাত্রনেতা রাজ প্রমূখ।
Leave a Reply