আব্দুল জব্বার, স্টাফ রিপোর্টার।।
যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে গাজা সহ, আজ বিকাল ৫ টার সময় (১৬-০৬-২০২০ইং) আটক করেছেন, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটক কৃতরা হচ্ছে ১। মোঃ সাগর হোসেন (২৫) পিতা আব্দুল আলিম ২। মোঃ কুরবান আলী (৩৫) পিতা মোঃ ফজলুর রহমান। উভয়ই সাং হাজিরবাগ, ঝিকরগাছা-যশোর। জানতে চাইলে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বলেন,দেশের এই ক্লান্তি লগ্নে, তার মাঝেও দেশে যেন হরহামিশে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেনীর ব্যবসায়ীরা।
আরো ও বলেন,বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিপন বালা, তার সচেতনতা, ও কঠোর নির্দশনায় বাঁকড়া তথা তার পার্শ্ববর্তী এলাকায়, সে মাদক সন্ত্রাসী ও জঙ্গী মুক্ত দেখতে চাই।
তার এই অভিযান অব্যহত রাখার উদ্দেশ্যে, বাঁকড়া হাজিরবাগ ইউনিয়ন হতে এস আই হিমানিষ বিশ্বাস, এ এস আই মোঃ সাইফুল ইসলাম, কঠোর অভিযান চালিয়ে, মফিজ প্রেট্রোল পাম্প এলাকা হতে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বলে জানা যায়।
পুলিশ আরো ও বলেন, আটকের সময় তাদের শরীর তল্লাশি করে ৬০ (ষাট) গ্রাম গাজা পাওয়া যায়। এ এস আই মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদক দ্রব্য আইনে তাদের নামে মামলা দিয়ে, আগামী কাল (১৭-০৬-২০২০ ইং) তারিখ সকালে থানা হাজতের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply