যশোরে চৌগাছায় পিকাপের চাপায় হযরত আলী (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে। একই ঘটনায় নিহতের পুত্র ময়না (৩০) গুরুতর আহত হয়েছে। হতাহতরা উপজেলার সদর ইউনিয়নের লস্করপুর গ্রামের বাসিন্দা। শনিবার দুপুরে চৌগাছা-ঝিকরগাছা সড়কের মুনিখালি বটতলা মোড়ে এই ঘটনা ঘটে। প্রত্যাক্ষ দর্শীরা জানান, হতাহত পিতা পুত্র মাঠে ধান কেটে বাড়ি ফিরছিলেন। এসসম বেপরোয়া গতির একটি পিকাপ তাদেরকে চাপা দিয়ে ঝিকরগাছার দিকে চলে যায়। এঘটনায় ঘটনাস্থলেই কৃষক হযরত আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply