যশোরের চৌগাছায় ছাগলে জিলাপি খাওয়ায় পিটিয়ে চাচির (৫৫) হাত ভেঙে দিয়েছে ভাতিজা। এসময় স্ত্রীকে রক্ষা করতে গিয়ে অসুস্থ চাচা আজগর আলী (৬৫) পড়ে গিয়ে মারা গেছেন। আজগর আলী উপজেলার পাশাপোল গ্রামের বাসিন্দা। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটলেও রবিবার সকালে মৃতের লাশ দাফনের সময় বিষয়টি প্রচার হয়।পরে দশপাকিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে দুপুর ২টার দিকে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে দশপাকিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন পরিবার ও স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে বলেন, আজগর আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শনিবার রাতে ছাগলে জিলাপি খাওয়াকে কেন্দ্র করে ভাতিজা তপন তার স্ত্রীকে মারধর করলে স্ত্রীর হাতে চোট লাগে। এসময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বলেন, আজগর আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার ভাতিজা মারপিট করে চাচির হাত ভেঙে দেয়ায় গ্রামের লোকজন শালিস-মীমাংসা করা হয়। আহত চাচির পরিবারটি খুবই গরিব ও অসচ্ছল হওয়ায় অসুস্থ চাচির চিকিৎসার জন্য একলাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু বিষয়টি বিভিন্ন মাধ্যমে পুলিশ সুপার পর্যন্ত গড়ায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। আজগর আলীর স্ত্রী চায়না বেগম বলেন, শনিবার বিকেলে গ্রামের একটি মিলাদ মাহফিল থেকে জিলাপি এনে রাখে তার ভাসুর মোজাফর রহমানের ছোট ছেলে তপন (৩৫)। এরপর কোন এক সময় তাদের একটি ছাগলে ওই জিলাপি খেয়ে ফেলে। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে রাত আটটার দিকে তপন আমাদের ঘরে এসে আমাকে মারপিট করে। তিনি হাতে ব্যান্ডেজ দেখিয়ে বলেন, এসময় আমি হাতে আঘাত পাই। এসময় আমার স্বামী আমাকে ঠেকাতে গিয়ে পড়ে যান। এর পরপরই তার মৃত্যু হয়।
Leave a Reply