যশোরের চৌগাছায় করোনাভাইরাস প্রতিরোধ ও জনসাধারনের সচেতনতা বৃদ্ধিতে যৌথ অভিযান শুরু করেছেন সেনাবাহিনী ও আনসার বিডিপি। গত ২৫ মার্চ থেকে আনসার বিডিপি জনসাধারনের সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার থেকে তারা সেনাবাহিনীর সাথে যৌথ ভাবে অভিযান চালিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কাজ করছেন। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে চৌগাছা উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সাথে কাজ করে যাচ্ছেন। উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন জানান, প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা এবং বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অভিযান চলছে।
প্রবাসী যারা বাড়ীতে এসেছেন তারা ঠিকমতো হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। তারা বাড়ীতেই থাকছেন কিনা সেটা নিশ্চিত করা হচ্ছে। উপজেলার পুড়াপাড়া, সলুয়া, পাশাপোল, হাকিমপুর, খড়িঞ্চা, মাশিলা, ধুলিয়ানী, নারায়নপুর চাদপাড়াসহ বিভিন্ন বাজার ও পাড়াগায়ে আনসার বাহিনীর সদস্যরা কাজ করচ্ছেন। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ডঃ মোস্তানিছুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহিদুল ইসলাম, পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, সহকারি কমিশনার ( ভ‚মি ) নারায়ণ চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফর নাহার, চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব ও সেনাবাহিনীর যৌথ বাজার মনিটরিং, অভিযানে আনসারবাহিনী দিনরাত কাজ করে চলেছেন।
তিনি বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করনে আনসারবাহিনীর এ অভিযান চালু থাকবে। সকলকে অযথা বাইরে ঘোরাঘুরি না করতে অনুরোধ করেছেন ।
Leave a Reply