যশোরের কেশবপুর উপজেলায় শরিফুল ইসলাম (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার সাতবাড়িয়া গ্রামের ইমদাদুল হকের ছেলে শরিফুল ইসলামকে দুর্বৃত্তরা পাশের বেগমপুর ধানক্ষেতের মধ্যে নিয়ে গলা কেটে হত্যা করে তার লাশ ফেলে রেখে যায়।
শুক্রবার সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। গ্রামবাসী জানান, নিহত শরিফুল তার মামার বেকারির মালামাল গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করতেন। গত রাত দশটার দিকে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। আর বাড়িতে ফিরে আসেননি।
তার ঘাড় ও মুখমণ্ডলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দীন জানান, শরিফুল ইসলাম হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দ্রুত হত্যাকারীদের ধরা যাবে বলে তিনি আশাবাদী।
Leave a Reply