গফরগাঁওয়ের শিলাসি গ্রামে ১ম করোনা রোগী শনাক্ত হয়েছেন।আক্রান্ত রোগী একজন মহিলা নাম লিলি অাক্তার বয়স ৬০। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক এ তথ্য নিশ্চিত করেছেন।
ইতিমধ্যে করোনা সংক্রমিত মহিলার বাড়ি লকডাউন করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আক্রান্ত নারী কিছু দিন পূর্বে ভারতে চিকিৎসা করাতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে তিনি ওইখানে সংক্রমিত হন। পরে করোনার উপসর্গ নিয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। করোনা সন্দেহে রোগীর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার রিপোর্টে করোনা পজিটিভ আসে।
Leave a Reply