ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে ঢাকা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুরসহ বেশ কয়েকটি জেলা। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা জানা যায়নি। বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর থেকে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। আবহাওয়া অধিদপ্তরের ডিউটি অফিসার জানান, ভারতের আসাম রাজ্যের লাখিপুরে পাঁচ দশমিক দুই মাত্রার এই ভূমিকম্প হয়। যা বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতেও অনুভূত হয়। তবে এই ভূকম্পনের ফলে বাংলাদেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি|
Leave a Reply