মৌলভীবাজার জেলার কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেড়াছড়া এলাকায় কমলগঞ্জ থানা পুলিশের সহায়তায় বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিশেষ অভিযানে ১০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।
কালাছড়া বনবিট এলাকার এ বনভূমি দীর্ঘদিন ধরে জনৈক মো: আব্দুল বাছিতের দখলে ছিল জানা যায়।
বুধবার (১৩ মে) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত চলা অভিযানে এ ভূমি উদ্ধার করা হয়। বনভূমি উদ্ধারকালে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক আনিসুর রহমান, লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন ১০ একর পরিমাণ বনভূমি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি চলমান অভিযান। এর কয়েক মাস আগেও বেশ কিছু বনভূমি উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে মানুষের দখলে থাকা সব বনভূমি উদ্ধার করা হবে।
Leave a Reply