মেহেরপুরে আলুর ফলন ভাল হলেও দাম নিয়ে বিপাকে চাষীরা
তুহিন ইসলাম স্টাফ রিপোর্টার মেহেরপুর..
আলু চাষ করে ন্যায্যমূল্য না পেয়ে বিপাকে পড়েছেন মেহেরপুরের কৃষকরা। উৎপাদন খরচ উঠে আসা দুরের কথা উল্টো বিঘাপ্রতি ৫ হাজার থেকে ৭ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে চাষীদের। আবহাওয়া ভালো থাকায় এবার আলুর ফলন অনেক ভালো হয়েছে। ফলন ভাল হলেও এবার দাম নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। সরেজমিনে গিয়ে দেখা যায় মেহেরপুর বড়বাজার কাঁচাবাজারে আলু ৯থেকে ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে এই দামে আলু বিক্রি হলেও মাঠে দাম আরো কম। মাঠে ৮ থেকে সাড়ে ৮টাকা টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে, মেহেরপুর সদর উপজেলা গোপালপুর মাঠে গিয়ে শুনা যায় হতাশার কথা। আলু চাষী কামাল হোসেন বলেন আলুর বিজের এবার খুব দাম বেশি ছিল আমরা আলুর বীজ কিনেছি ১২০০ টাকা মণ এক বিঘা জমিতে সাত হাজার থেকে আট হাজার টাকার বিজ লাগে। আলু প্রতি বিঘা জমিতে ৩২ হাজার থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। বাজারে আলুর যে দাম তাতে এখন বিক্রি করে ২৮ হাজার থেকে ৩২ হাজার টাকার বেশি হচ্ছে না। আরো একজন চাষী বলেন আলুর দাম কম বেশি যাই হোক তুলতে হবে। আমরা চাষী তাই লাভ-লোকসান পানে না তাকিয়ে আমাদের চাষ করতে হই। যদি আলু গুলো সংরক্ষন করার যদি সরকারিভাবে কোন বাবস্তা থাকতো তাহলে আমরা এত লোকসানের মুখে পড়তাম না। একজন আলু চাষি সাথে কথা বলে জানা যায় তিনি বলেন আলুর যে দাম তাতে তুলতে মন বলছে না। দাম ৭ থেকে ৮ টাকা কেজি দরে আলু বিক্রি করে কি হয়। আবার আলু তোলা ছাড়া উপায় নাই। কারন ধান লাগাতে হবে। তাই লাভ-লোকসান যাই হোক জমি থেকে আমাদের সরাতে হবে। তা না হলে অন্য আবাদ করা যাবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খা এর সাথে কথা বলে জানা যায় তিনি বলেন এবার আমাদের মেহেরপুরে বারোশো হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল।চাষীদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে যেন আলুর ফলন ভালো হয়। এ বছর আলুর ফলন ভালো হয়েছে। বাজারদর ভালো পেলে চাষীরা লাভবান হবে।
Leave a Reply