মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন

মেডিকেলের প্রশ্ন ফাঁসের মূল হোতা গ্রেফতার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম বুধবার, ৭ অক্টোবর, ২০২০

মোঃহৃদয় হোসেন
বিশেষ প্রতিনিধি

মেডিকেল এবং ডেন্টালের র্ভতি পরিহ্মার প্রশ্ন ফাঁসের মুলহতা আবদুল সালাম কে ঢাকার বণেশ্রী এলাকায় অভিজান চালিয়ে পুলিশের সাইর্ভার ক্রাইম সিআইডি টিম মঙ্গলবার ৬অক্টবর গ্রেফতার করে।২০০৬-১৫সালের প্রশ্ন ফাঁসের মুলহোতা সালাম।

সে স্বস্থ্য শিক্ষা বুরোর মেশিন ম্যান ছিলো। সে কৌশলে প্রশ্ন ছাপা কালে লুকিয়ে ফাঁস করিতো। তারা সাথে জরিত তার খালাতো ভাই জসিম, জসিমের বড় বোন মিরা,তার স্বামী,সহ তাদের রিলেটিভ আরো ক,জন।সালাম প্রশ্ন দিতো জসিম কে আর জসিম সহ সকালে মিলে মেডিকেল এবং ডেন্টালে র্ভতি কিৎ শিক্ষার্থীদের মাঝে মোটা অংকের মাধ্যমে ফাঁস করিতেন।
সিআইডির বিশেষ পুলিশ সুপার এস এম আশরাফুল রহমান জানান,যে এ চক্রের সাথে কিছু চিকিৎসক ও জরিত আছে।আরো জানান জসিমের নামে ৩৮টি ব্যাংক একাউন্ট নিবন্ধন আছে। যার বিতর ২১কোটি ২৭লাখ টাকা আছে।আরো জানান গত১৯ জুলাই মাসে জসিমউদদীন সহ প্রশ্ন ফাঁসের এ টিমের ১০ জন কে মিরপুর থেকে পুলিশ আটক করেন। তাদের অবৈধ টাকার অনুসন্ধান চলাছে পুলিশ। আবদুল সালাম কে দরিতে সিআইডি টিমের সদস্য এস আই তরিকুল ইসলাম কে তার বিশেষ দক্ষতার জন ধন্যবাদ জানান বিশেষ পুলিশ সুপার মোঃ আশরাফুল রহমান সাইর্বার ক্রাইম সিআইডি।
মোঃ তরিকুল ইসলাম মুন্সিগঞ্জের গজারিয়ায় টেংগারচরে কৃতি সন্তান।আবদুল সালাম ২০০৬-১৫ সালে মানিকগঞ্জ এক মামলার এজাহার ভুক্ত আসামি হবার আগ প্রর্যন্ত প্রশ্ন ফাঁসের এ কাজ মূলহোতা হয়ে জরিত ছিলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581