বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:২২ অপরাহ্ন

মৃত্যু সংবাদরাজশাহীঃব্যুরো প্রধান মোঃ মাসুদ আলী পুলক তাহার পিতা মৃত্যু মুনসুর আলী নিজ বাসবভনে অদ্য ১২ মে ২০২১ইং আনুমানিক সময় বেলা ০২.৩০ মিনিটে মুত্যু বরন করেন।

১২ মে ২০২১ইং মোঃ মোজাম্মেল হোসেন বাবু স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • আপডেট টাইম বুধবার, ১২ মে, ২০২১

রাজশাহীঃব্যুরো প্রধান মোঃ মাসুদ আলী পুলক তাহার পিতা মৃত্যু মুনসুর আলী নিজ বাসবভনে অদ্য ১২ মে ২০২১ইং আনুমানিক সময় বেলা ০২.৩০ মিনিটে মুত্যু বরন করেন। মৃত্যুর সময় তাহারর অনুমানিক বয়স ৮০ বৎসর। তিনি বাংলাদেশ রেডিও সেন্টারে কর্মরত ছিলেন, সুনামের সাথে কর্মস্থান থেকে অবসর গ্রহন করেন। মৃত্যু সংবাদ শুনার সঙ্গে সঙ্গে দোয়া করা-إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ উচ্চারণ- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু‬ ‪আলাইহি‬ ‪ওয়া‬ সাল্লাম বলেন- أكْثِرُواْمِنْ ذِكْرِ هاَدِمِ اللَّذَّاتِ অর্থাৎ “জীবনের স্বাদ বিনষ্টকারী (মৃত্যুর) কথা তোমরা বেশী বেশী স্মরণ কর।” (তিরমিজি) তাই প্রতিটি মুসলমানের কর্তব্য হল অধিকহারে সৎআমল করা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করা। মৃত্যু অবধারিত ‎সত্য‬। তা থেকে পালানো কোনো পথ নেই। কোনো বস্তু জীবনের অস্তিত্ব লাভ করলে তাঁর মৃত্যু সুনিশ্চিত। কুরআন ও হাদিসে এ ব্যাপারে অসংখ্য বর্ণনা রয়েছে। মৃত্যু সংবাদ শুনার পর মৃত ব্যক্তির জন্য যে দোয়া পড়তে হয়। মৃত্যু সংবাদ শুনার সঙ্গে সঙ্গে দোয়া করা-إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ উচ্চারণ- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। (সূরা আল-বাক্কারা : আয়াত ১৫৬)অর্থাৎ নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো। কারণ মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট সময়ের জন্য। সময় শেষে আল্লাহ তাআলা ঐ বান্দাকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যান। এ আয়াতই মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়।রাসূল সাল্লাল্লাহু‬ ‪আলাইহি‬ ‪ওয়া‬ সাল্লাম বলেন- أكْثِرُواْمِنْ ذِكْرِ هاَدِمِ اللَّذَّاتِ অর্থাৎ “জীবনের স্বাদ বিনষ্টকারী (মৃত্যুর) কথা তোমরা বেশী বেশী স্মরণ কর।” (তিরমিজি) তাই প্রতিটি মুসলমানের কর্তব্য হল অধিকহারে সৎআমল করা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করা। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন ছুম্মা আমিন।মৃত্যুর সময় তাহারর অনুমানিক বয়স ৮০ বৎসর। তিনি বাংলাদেশ রেডিও সেন্টারে কর্মরত ছিলেন, সুনামের সাথে কর্মস্থান থেকে অবসর গ্রহন করেন। মৃত্যু সংবাদ শুনার সঙ্গে সঙ্গে দোয়া করা-إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ উচ্চারণ- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু‬ ‪আলাইহি‬ ‪ওয়া‬ সাল্লাম বলেন- أكْثِرُواْمِنْ ذِكْرِ هاَدِمِ اللَّذَّاتِ অর্থাৎ “জীবনের স্বাদ বিনষ্টকারী (মৃত্যুর) কথা তোমরা বেশী বেশী স্মরণ কর।” (তিরমিজি) তাই প্রতিটি মুসলমানের কর্তব্য হল অধিকহারে সৎআমল করা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করা। মৃত্যু অবধারিত ‎সত্য‬। তা থেকে পালানো কোনো পথ নেই। কোনো বস্তু জীবনের অস্তিত্ব লাভ করলে তাঁর মৃত্যু সুনিশ্চিত। কুরআন ও হাদিসে এ ব্যাপারে অসংখ্য বর্ণনা রয়েছে। মৃত্যু সংবাদ শুনার পর মৃত ব্যক্তির জন্য যে দোয়া পড়তে হয়। মৃত্যু সংবাদ শুনার সঙ্গে সঙ্গে দোয়া করা-إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ উচ্চারণ- ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। (সূরা আল-বাক্কারা : আয়াত ১৫৬)অর্থাৎ নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো। কারণ মানুষকে আল্লাহ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581