চট্টগ্রাম থেকে ব্রাক্ষনবাড়ীয়া নবীনগর আসার পথে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার অন্তগত কোরবানপুর সড়ক থেকে একটি প্রাইভেটকার খালে পরে ঘটনাস্থলে চালক সহ ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতে ২জন পুরুষ হলেন নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপার গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (বয়স ২৭) এবং তার স্ত্রী পারভীন আক্তার।
নিহত গাড়ীর চালক আব্দুর রহমান (২৮) নোয়াখালী কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে। উল্লেখ যে সাদ্দামের স্ত্রীর পারভীনের বাবা বাঘাউরা দক্ষিণ পাড়ার আবু বক্কর সিদ্দিক (৭০) ঢাকা চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান। নিহত বাবাকে দেখতে পারভীন তার স্বামীকে নিয়ে চট্টগ্রাম থেকে নবীনগর বাবার বাড়ি আসার পথে দূর্ঘটনার শিকার হন।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।
Leave a Reply