কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১০টি জাল তৈরির কারখানা থেকে ৩কোটি ৩৪লাখ ১হাজার ৫০০মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার ৮মার্চ দিবাগত রাত ৩টা থেকে আজ মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরের ফিরিঙি বাজার, পঞ্চসার, গুসাইবাগ, দূর্গাবাড়ি ও বাস্তহারা এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে কোস্টগার্ড স্টেশন পাগলা। এসময় জাল তৈরি কাজে জড়িত থাকায় ১৯ জনকে আটক করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক মূল্য ১০০কোটি ২০ লক্ষ ৪৫ হাজার টাকা বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে কোস্টগার্ডের ঢাকা জোনের জোনাল কমান্ডার এম রেজাউল হাসান। অভিযান শেষে বিকালে সদর উপজেলার মিরেশ্বরাই এলাকায় প্রেস ব্রিফিংয়ে কমান্ডার এম রেজাউল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০টি কারখানা থেকে এসব জাল জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে স্থানীয় প্রশাসন ও মৎস্য অফিসের সাথে সমন্বয় করে এ জাল তৈরি স্থায়ী ভাবে বন্ধ করা যায় কিনা সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে যারা ফ্যাক্টরিতে কারেন্টজাল উৎপাদন করছে তাদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিহাবুল আরিফ। পরে আটক ১৯ আসামী সহ জব্দকৃত জালগুলো মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply