রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় কার্যক্রমের শুভ উদ্ধোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং ঃঃ

বাগেরহাট প্রতিনিধি ঃঃ
  • আপডেট টাইম শনিবার, ১৯ জুন, ২০২১

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনের অগ্রগতি সম্পর্কে অবহিত করনের জন্য বাগেরহাটে কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক্স, ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এর সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সারাদেশে ভূমি ও গৃহহীন ৮ লাখ ৮৫ হাজার ৬২২ পরিবারকে বাড়ি নির্মাণ প্রকল্পের ”ক” শ্রেনীর তালিকার অংশ হিসেবে ২য় পর্যায়ে বাগেরহাট জেলার বরাদ্ধ প্রাপ্ত ৬৪৫ ঘরের মধ্যে ৪৩৪ টি ঘরের নির্মাণ কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে এবং বাকী ২২২ টি ঘরের নির্মাণ শেষের পথে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।দুই শতক জমির মালিকানা সহ ১লাখ ৯১ হাজার টাকা ব্যায় ধরে ইটের দেওয়াল,কংক্রিটের মেঝে এবং রঙ্গিণ টিন দিয়ে তৈরি প্রায় ৫০০ বর্গফুটের এই বাড়ীতে দুটি বেডরুম,একটা কিচেন রুম,একটা ইউটিলিটি রুম,একটা করে টয়লেট ও বারান্দা থাকবে বলে জানা গেছে।২০২০ সালের ৭ই মার্চের প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আশ্রায়নের অধিকার শেখ হাসিনার উপহার এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে নির্মিত হচ্ছে ভূমি ও গৃহহীনদের জন্য এই” স্বপ্নের নীড়”।আগামী ২০ শে জুন ২০২১রবিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এই ঘরগুলোকে একযোগে শুভ উদ্ভোধন করবেন।এ সময়ে বাগেরহাট জেলার সকল উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগী,জনপ্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধাবৃন্দ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যাবস্হা করা হবে। উক্ত ঘরগুলি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে তৈরি ও সার্বিক তদারকি করা হচ্ছে ।স্ব স্ব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে এ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব হচ্ছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,এছাড়া অন্যান্য সদস্য হলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগন।বাগেরহাট উপজেলার নয়টি উপজেলায় যথাক্রমে বাগেরহাট সদরে ৮৮ টি,কচুয়ায় ১৭ টি,রামপাল ৪০ টি,মোংলা ৫০ টি,মোল্লাহাট ৬০ টি,চিতলমারী ৫০টি,ফকিরহাট ১০০ টি, মোড়েলগঞ্জ ২৫ টি এবং শরণখোলা ৪টি ঘর দেওয়া হবে। ব্রিফিং এ এই তথ্য ছাড়াও এসময়ে চলমান করোনা পরিস্হিতিতে করণীয় এবং জেলার বিভিন্ন স্হানে ভূগর্ভস্হ থেকে অবাধে বালু উত্তোলন ,করোনাকালীন সময়ে বিভিন্ন স্বাস্হ্যবিধি মেনে চলার জন্য জনগনকে উদ্ভুদ্ধ করতে সংবাদকর্মী এবং প্রশাসন একত্রিত হয়ে কাজ করার বিষয়ে একমত পোষণ করা হয়। এসময়ে বাগেরহাট প্রেসক্লাব ও জেলায় কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার সংবাদকর্মীগণ উপস্হিত ছিলেন।।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581