বগুড়ার শিবগঞ্জ উপজেলা মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার কে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ের উদ্বোধন করা হয়েছে। গত (২০ জুন) রবিবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ অনুষ্ঠান উদ্বোধন করে দেশ ব্যাপী ৫৩ হাজার ৩শত ৪০টি পরিবার কে কবুলিয়াত মূলে জমি সহ গৃহ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় শিবগঞ্জ উপজেলার বিহার, আটমূল ও কিচক ৩টি ইউনিয়নের ৭৩টি পরিবারকে আনুষ্ঠানিক ভাবে গৃহ ও জমি প্রদান করা হয়। রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে গৃহ ও জমি প্রদান অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তারক নাথ কুন্ডু, উপজেলা প্রকৌশলী শিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, থানা অফিসার ইনচার্জ(ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম,মোজাফফর হোসেন, গৃহ ও জমি প্রাপ্তদের মধ্যে আব্দুল খালেক, খলিল মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply