প্রাণঘাতি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আর্তমানবতার সেবায় মুক্তা কন্সট্রাকশন লিমিটেডের নিজস্ব অর্থায়নে দুঃস্থ, অসহায় ও দিনমজুর মানুষের মাঝে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারা দিয়ে মুক্তা কন্সট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ৩ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
গতকাল দুপুরে পৌরসভা চত্বরে তিনি এই খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম), প্রেসক্লাব সভাপতি ও প্যানেল মেয়র-১ হেলাল উদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুল ইসলাম সফি প্রমূখ।
সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, করোনাভাইরাস রোগ মোকাবেলায় সাধারন মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন। সেই আহবানে সাড়া দিয়ে গরীব, দুঃস্থ, দরিদ্র ও খেটে খাওয়া ৩ হাজার পরিবারের মধ্যে ব্যক্তিগত ভাবে ১৫ লাখ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হলো। ক্যাপশনঃসিরাজগঞ্জে তিন হাজার পরিবারের মাঝে পৌর মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ।
Leave a Reply