পটুয়াখালীর মির্জাগঞ্জ মরহুম হযরত ইয়ারউদ্দিন খলিফা ছাহেব (রা) মাজারে চাল বিক্রি করে অর্থ লুট বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশিত করায় আজ বুধবার ৩০/০৬/২০২১ ইং তারিখ প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন । উপজেলা নির্বাহি অফিসার ও সভাপতি হযরত ইয়ার উদ্দিন খলিফা সাহেবের (রা) মাজার ওয়াক্ ফ এস্টেট মহোদয়ের বরাবরে মির্জাগঞ্জ মাজার এর ৭ টন চাল বিক্রি সংক্রান্ত নিম্ন স্বাক্ষরকারীদ্বয়ের বিরুদ্ধে যে অভিযোগ খানা দাখিল করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান । হযরত ইয়ার উদ্দিন খলিফা সাহেবের (রা) মাজার ওয়াকফ এস্টেট কমিটির সহ-সভাপতি এম এ মান্নান হাওলাদার লিখিত বক্তব্য দেন আমরা নিম্নস্বাক্ষরকারীদ্বয় গত ১৯/০৬/২০২১ তারিখ চাউল ডাকের সময় স্পটে উপস্থিত থাকলেও বর্তমান বাজার মূল্য বিবেচনায় ঐদিন কোন চাউল ডাকের মাধ্যমে বিক্রি হয় নাই । এম এ মান্নান আরো বলেন গত ১৯/০৬/২০২১ তারিখ বিকেলে ব্যক্তিগত কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাই এবং ২৫/০৬/২০২১তারিখ পর্যন্ত ঢাকায় অবস্থান ছিলাম। আরো লিখিত বক্তব্য দেন মোঃ হাবিবুর রহমান প্রশাসনিক কর্মকর্তা (পি আর এল) গত ২০-২১/০৬/২০২১ তারিখ আমার ব্যক্তিগত কাজে গ্রামের বাড়িতে ছিলাম আমরা দরবারের চাল বিক্রির দিন মির্জাগঞ্জ দরবারে উপস্থিত না থেকেও আমাদেরকে সমাজের হেয় প্রতিপন্ন করার জন্য এই অভিযোগ দায়ের করা হয়েছে আমরা মিথ্যা অভিযোগের ও প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি সাংবাদিকদের বলেন যারা আমাদেরকে মিথ্যা অভিযোগে প্রকাশিত সংবাদ করেছেন তাদের প্রতি আইন অনুযায়ী ব্যবস্থা নেব এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের ও মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
Leave a Reply