তারিখ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২১ইং। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বিদায়ী এবং নতুন যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ, এম, মহিববুল্লাহ’র যোগদান সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। বুধবার ১৭ ফ্রেরুয়ারী রাত ৯ টায় মির্জাগঞ্জ থানা মসজিদের ইমাম সাহেবের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিদায়ী ও যোগদান সংবর্ধনা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন। বিদায়ী ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বিদায় নিয়ে পটুয়াখালীর গলাচিপা থানায় যোগদান করবেন । এবং মির্জাগঞ্জ থানায় সদ্য যোগদানকৃত ওসি এইচ এম মহিববুল্লাহ বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের দায়িত্বে ছিলো। সেখান থেকে পদন্নোতি পেয়ে এই প্রথম মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহন করলেন। বরগুনা জেলার কৃতি সন্তান বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসাবে কর্মদক্ষতার পুরস্কার স্বরূপ তার এই পদন্নোতি হয়েছে। বুধবার সন্ধ্যায় মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম আনুষ্ঠানিক ভাবে নবাগত ওসি এইচ এম মহিববুল্লাহ’র কাছে তার দায়িত্ব ভার হস্তান্তর করেন। যোগদানকালে নবাগত ওসি এইচ এম মহিববুল্লাহ বলেন, মির্জাগঞ্জ থানায় যোগদানের পর আমার প্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে এবং মাদক নির্মূল করে মির্জাগঞ্জ উপজেলাকে একটি আদর্শ, নিরাপদ ও মডেল থানা হিসেবে প্রতিষ্ঠিত করা। তিনি বলেন আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে বাংলাদেশ পুুলিশ বদ্ধপরিকর। এস আই ( নিঃ) মোঃ আমিনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিট পুলিশিং- এর সভাপতি খাঁন মোঃ আবুবকর সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিট পুলিশিং- এর সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দিন ব্যাপারী, মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জনাব মোঃমনিরুল ইসলাম,মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জনাব জাকির হোসেন, মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব রিয়াজুল ইসলাম সোহাগ জোমাদ্দার, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জনাব রনি খান। উপস্হিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সদস্য জনাব মাহামুদ হাসান রুবেল।এস আই মোঃ সাইদুল ইসলাম, এস আই মোঃ সাইফুল ইসলাম, এস আই মোঃ কামরুল হাসান, এ এস আই মোঃ দুলাল,এ এস আই মোঃ জষিম, এ এস আই মোঃ বাদল, সহ থানার সকল পুলিশ সদস্য। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকি বিদায়ী ওসি মহোদয়ের কর্মদক্ষতার প্রশংসা করেন। পাশাপাশি নতুন ওসি মহোদয়ের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন। বিদায়ী ওসি এম,আর, সওকত আনোয়ার ইসলাম মির্জাগঞ্জ থানায় তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
Leave a Reply