মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন

মির্জাগঞ্জে শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন হাজর মানুষের ঢল। উত্তাল মির্জাগঞ্জ।

মোঃ মনিরুল ইসলাম স্টাফ রিপোর্টার।
  • আপডেট টাইম রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
তারিখ ৭ ফেব্রুয়ারি রবিবার ২০২১ইং প্রিয় শিক্ষকের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পটুয়াখালীর জেলার মির্জাগঞ্জের শিক্ষক সমাজ। নৃশংস হত্যাকান্ডের শিকার ভুক্তভোগী এই শিক্ষকের নাম মোঃ আঃ মান্নান মুজাহিদী(৫৫)।তিনি উপজেলার সদর ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়নের দেউলী গ্রামের বাসিন্দা এবং পশ্চিম সুবিদখালী সালেহীয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক।সদা হাস্যোজ্জ্বল ও মিষ্টভাষী এই প্রিয় শিক্ষকের হত্যার প্রতিবাদে এবং খুনিদের অবিলম্বে গ্রেফতার সহ সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত শিক্ষক এবং হাজারো ছাত্র জনতা অংশগ্রহন করেন। নিহত মুজাহিদীর একই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সহকর্মী, মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষক নেতা প্রভাষক মোঃ মনিরুজ্জামান হাওলাদারের নেতৃত্বে ও সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মির্জাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহসভাপতি জনাব ইসমাইল হোসেন সৃধা, পশ্চিম সুবিদখালী আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আঃ হক সাঈদি, কাকড়াবুনিয়া আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন,আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মালেক বিএসসি,আন্দুয়া আমেনিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ সুলতান মাহমুদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ। বক্তারা তাদের বক্তব্যে মোঃ আঃ মান্নান মুজাহিদীর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন এবং নৃশংস এই হত্যাকান্ডের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার সহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবী জানান।উল্লেখ্য মাওলানা মোঃ আব্দুল মান্নান মুজাহিদী গত ৩ জানুঃ বুধবার সকাল ৯ টায় নিজ বাড়ির আঙ্গিনায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ও উপর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হয়। এ হামলায় গুরুতর আহত তাঁর ছেলে, ভাতিজা সহ চাচাতো ভাই আজাহার চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতাল বরিশালে ভর্তী আছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Developed BY Matrijagat TV
matv2425802581