তারিখ ২৫ মে ২০২১ইং মঙ্গলবার। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালীতে ( বরগুনা বরিশাল মহাসড়কে) রাস্তা পারের সময় বরগুনা থেকে আসা মাহিন্দ্রার ধাক্কা লাগে ৭৫ বছর বয়সী মজিতুন্নেছার। এতে আঘাত পায় বুকে ও মাথায় সাথে সাথে নেওয়া হয় সুবিদখালী স্বাস্হ্য কমপ্লেক্সে। কিন্ত পরিস্থিতি খারাপ হওয়ায় সেখানকার কর্তব্যরত ডাক্তার বরিশাল পাঠিয়ে দেয়। বরিশাল নেওয়া হলে হাসপাতালের সামনেই বৃদ্ধার মৃত্যু হয়। নিহত মজিতুন্নেছার স্বামির নাম মৃত্যু আকরাম আলী গ্রাম পঃ সুবিদখালী, মির্জাগঞ্জ, পটুয়াখালী। এদিকে ঘাতক মাহিন্দ্রা আটক করলেও ড্রাইবার পলাতক। ড্রাইবারের নাম আলমগির (৩০) পিতা ছত্তার হাং, গ্রাম বাসন্ডা, উপজেলা বেতাগী, জেলা বরগুনা। এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার এস,আই সাইফুল ইসলামের সাথে আলাপ করলে তিনি বলেন আমরা মাহিন্দ্রা আটক করে থানা হেফাজতে নিয়েছি ড্রাইবারকে ধরার চেষ্টা চলিতেছে।
Leave a Reply