তারিখ ০১ জুলাই বৃহস্পতিবার ২০২১ইং। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় করোনার পরিস্থিতি আবারও খারাপের দিকে যাচ্ছে। করোনার এই ২য় ঢেউয়ে পুরা দেশ বিপর্যস্ত থাকলেও মির্জাগঞ্জ ছিলো শান্ত। কিন্ত গতকাল পর্যন্ত সুবিদখালী স্বাস্হ কমপ্লেক্সে করোনা পরীক্ষায় ৫ জনের মাঝে করোনা ভাইরাস পজিটিভ হয়।এরা হলেন ১,আফরোজা পারভিন(৬২) গৃহিণী, স্বামিঃ এস,এম,মোশারফ, গ্রামঃ মহিষকাটা। ২,মোঃ সুলতান খাঁন (২৪)হুন্ডা চালক,পিতাঃ আঃ রশিদ খাঁন, গ্রামঃ মির্জাগঞ্জ। ৩,ছগির হোসাইন (৩৭) শিক্ষক, পিতাঃ আঃ কাদের জোমাদ্দার, গ্রামঃ পশ্চিম সুবিদখালী। ৪ রাছেল গাজী(৩৪) ব্যাংকার, পিতাঃ আলতাপ গাজী, গ্রামঃ পূর্ব সুবিদখালী। ৫, ইসরাত জাহান(২৫) স্বাস্হ কর্মী পিতাঃ জিয়াউল হক,গ্রামঃ বৈদ্যপাশা,কাকড়াবুনিয়া।ইহা ছারা ইসরাত জাহানের পিতা জিয়াউল হক বেতাগী উপজেলায় স্বাস্হ কমপ্লেক্সে কর্মরত ,তিনিও বেতাগীতে আক্রান্ত হয়ে গ্রামের বাড়ি বৈদ্যপাশায় চিকিৎসা নিচ্ছেন। মির্জাগঞ্জ উপজেলা স্বাস্হ কর্মকর্তা মোসাঃ দিলরুবা ইয়াসমিন লিজার সাথে আালাপ করলে তিনি জানান ৫ জন রোগীই হোম কোয়ারান্টাইনে আছে।তিনি আরও বলেন এপর্যন্ত ৬২৩ জন পরীক্ষার বিপরীতে ৯৯ জন শনাক্ত হয়েছে, তার মধ্যে ৯৩ জন সুস্থ হয়েছে এক জন মৃত্যুবরণ করেছে। এদিকে আজ থেকে কঠোর লকডাউন থাকলেও রাস্তায় লোকজনের চলাফেরা ছিলো প্রায়ই আগের মতো। ছোট ছোট গাড়ি চলাচল ছিলো স্বাভাবিক।
Leave a Reply