তারিখ ৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২ ইং। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় করোনার ২য় ডেউ শুরু হয়েছে । নতুন করে ২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্হিতি পাওয়া গেছে। গত ৭ এপ্রিল (বুধবার) ৫ জনের নমুনা পরীক্ষায় সনাক্ত হয়েছে একজন ও ৮ এপ্রিল (বৃহস্পতিবার) ২জনের নমুনা পরীক্ষায় সনাক্ত হয়েছে ১ জন। এখন পর্যন্ত দ্বিতীয় ঢেউয়ে মোট আক্রান্ত হয়েছে ০২ জন। মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স নমুনা পরীক্ষার ফলাফলে এই তথ্য পাওয়া যায় । মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স এর সূত্র জানায়, নতুন সনাক্ত ব্যক্তিদের মধ্যে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের ২জন ই স্বাস্থ্য কর্মী, তারা হলো মোসাঃ আখিনুর বেগম (৩৮), স্বামীঃ আসাদুজ্জামান, ছৈলাবুনিয়া গ্রামের বাসীন্দা, এবং ফাতিমা তুজ জোহরা (৩০), স্বামীঃ জসিম উদ্দিন, কলাগাছিয়া(২নং ইউনিয়ন) গ্রামের বাসীন্দা, মির্জাগঞ্জ, পটুয়াখালী। মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসাঃ দিলরুবা ইয়াসমিন লিজা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply