মোঃ মনিরুল ইসলাম
মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি পটুয়াখালী।
তারিখ ৮ অক্টোবর বৃহস্পতিবার ২০২০ ইং।
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মু, জাহিদ হোসেনকে অর্থ কেলেঙ্কারির দায়ে বরখাস্ত করা হয়েছে।
৭ অক্টোবর বুধবার তাকে বরখাস্ত করা হয়।
বিভিন্ন অনুসন্ধানে জানা যায়, পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার তৎকালীন শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মু. জাহিদ হোসেনের বিরুদ্ধে দশমিনায় কর্মরত থাকা কালিন অবস্হায়, শিক্ষকদের বকেয়া বেতন বিল হতে অবৈধ অর্থ আদায়,স্লিপ ফান্ডের বরাদ্দ হতে অবৈধ অর্থ আদায়, প্রধান শিক্ষক পদের চলতি দায়িত্ব প্রধানের ক্ষেত্রে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় সামায়িকভাবে বরখাস্ত করেছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।
বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত একটি আদেশে মু, জাহিদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
Leave a Reply