মিরপুরের মাদক সম্রাট শাওন ও তার কথিত স্ত্রী কাজলি রমরমা ইয়াবা ব্যাবসা চালিয়ে যাচ্ছে,, করোনার কারনে পুলিশ মাদকের দিকে নজর না দেওয়ার কারনে বেপরোয়া হয়ে উঠছে মাদক কারবারিরা যেখানে সেখানে চলছে অবাদে মাদক বেচাকেনা। এভাবে আর কিছু দিন চলতে থাকলে সামাল দেওয়া কঠিন হয়ে যাবে গোপনঃ সুত্রে এক মাদক সেবন কারি জানায় কাজলি আর শাওন বিয়ে করেনি তারা ব্যাবসার সুভিদার জন জামাই বউ পরিচয় দিয়ে থাকে একি বাসায় তারা দু,জনেই ইয়াবা বিক্রি করে আরো, জানায় কাজলির পুরো পরিবার ইয়াবা কারবারের সাথে জরিত তার মা নিজে টেকনাফ থেকে ইয়াবা চালান বহন করে নিয়ে আসে,কাজলির মামা ও জড়িত ইয়াবার ব্যাবসার সাথে। কাজলির আসল স্বামীর নাম মোশারফ সে এটা পছন্দ করনা বলে তার সাথে সংসার করে না,,নামে বেনামে স্বামী বানিয়ে রাখে একেক জন কে।কয়েক মাস আগে মিরপুর মডেল থানায় আটক হয়েছিলো কাজলি এবং কক্সবাজার থেকে আসা এক লোক তাদের তল্লাসি করে পাওয়া যায় বিপুল পরিমান ইয়াবা পরে থানায় নিয়ে জিজ্ঞেস করলে জানায় এটা কাজলি কিছুই জানে না,তার সাথে কি আছে না আছে সে বলতে পারেনা। তারপর কাজলিকে ছেড়ে দেয় সাথের লোকটা কে মাদক মামলা দেয়। তার পর থেকে কাজলি গা ঢাকা দিয়ে ব্যাবসা চালিয়ে যাচ্ছে সেলসম্যানদের মাধ্যমে । কাজলির সেলসম্যান হলো, জুয়েল,মোরশেদ, সফিক,আরো অনেকেই আছে। আর শাওন হলো মুলতো ফেনসিডিল বিক্রি করতো ইয়াকুব নামের এক লোকের, পুলিশের কাছে ধরা খেতে খেতে দাগী হয়ে গেছে নিজ জেলা লালমনিরহাটের এখন সে নিজ বাড়ি যেতে পারেনা মামলার কারনে ফেরারি হয়ে ঢাকায় থাকে কাজলির সাথে ব্যবসায় সহযোগিতা করে। এ ছাড়া জানা যায় শাওনের নামে ধানমন্ডি মডেল থানায় মাদক মামলার ওয়ারেন্ট আছে সে মামলায় ও পলাতক হয়ে আছে শাওন। এরা দুজনে মিরপুর,১ নং ২ নং ৭ নং ৬ নং সিটি মার্কেট, বিহারি ক্যামপ, পললবী, নতুন রাস্তা, অরিজিনাল ১০ সব খানে ইয়াবার সিন্ডিকেট তৈরি করে ফেলেছে। শুধু পুলিশের টিম নেই বলে আর গাড়ি নেই বলে মাদকদ্রব্য এতো বেরে গেছে, সবাই করোনার সামলাতে হিমশিম খাচ্ছে আর এরা মাদকের রমরমা বানিজ্য চালাচ্ছে।
Leave a Reply