মিঠাপুকুরের প্রতিবন্ধী উজ্জ্বল মুখ দিয়ে লিখেও এইচএসসি তে অবিস্বরণীয় সাফল্য
রংপুর প্রতিনিধি:
মোঃ শাহ আলম মিয়া
রংপুরের মিঠাপুকুর উপজেলায় জুবায়ের হোসেন উজ্জ্বল নামে প্রতিবন্ধী শিক্ষার্থী মুখ দিয়ে লিখে এইচএসসি পাস করেছেন। তিনি জিপিএ ৪.৫৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।প্রতিবন্ধী উজ্জ্বল বালারহাট আদর্শ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেন ।
উপজেলার বালারহাট ইউনিয়নের হযরতপুর গ্রামের হতদরিদ্র চাষী জাহিদ সারোয়ারের ছেলে উজ্জ্বল । তিন ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
উজ্জ্বলের পরিবার থেকে জানা যায়-জন্মের পর থেকে বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে তার বেড়ে ওঠা। নিজ বিছানাকে শ্রেণিকক্ষ বানিয়ে উজ্জ্বল দিনরাত মুখ দিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টিয়ে পড়াশোনা করেন। শুধু তাই নয়, মুখ দিয়ে মোবাইল ফোন চালিয়ে অনলাইনে ক্লাসও করেছেন তিনি।শারীরিক প্রতিকূলতাকে হার মানিয়ে জুবায়ের হোসেন উজ্জ্বলের অভাবনীয় এমন সাফল্যে খুশি তার পরিবার, কলেজের শিক্ষক ও পাড়া-প্রতিবেশীরা।
উজ্জ্বলের বাবা জাহিদ সারোয়ার জানায়-এসএসসি পাস করার পর উজ্জ্বলকে বালারহাট কলেজে ভর্তি করে দেন। করোনার কারণে অটো পাস দেওয়ার খবরে তার মন খারাপ ছিল। তার ইচ্ছা ছিল,পরীক্ষা দিয়েই সে এইচএসসির বাধা টপকাবে। পরে সশরীরে পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত শুনে সে দারুণ খুশি হয়েছিল।তিনি আরও বলেন, বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অটোরিকশায় শুয়ে সে পরীক্ষা কেন্দ্রে যাওয়া-আসা করতো। পরীক্ষার হলে বিছানায় শুয়ে মুখ দিয়ে কলম চালিয়ে সবগুলো পরীক্ষা দিয়েছে উজ্জ্বল।
উজ্জ্বলের সাথে কথা বললে সে জানায়-মুখ দিয়ে লিখতে তার বেশ কষ্ট হয়। তবে সব প্রতিকূলতাকে হারিয়ে সামনে এগিয়ে যেতে চায়।ইতিপূর্বে বালারহাট মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি -৪.৪০ এবং বুজরক শেরপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে ৪.৩৩ পেয়েছে। বর্তমানে তার স্বপ্ন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করে সামনের দিকে এগিয়ে দিকে এগিয়ে যাবে।
Leave a Reply