গতকাল সন্ধ্যা আনুমানিক ৬ঃ৪৫ মিনিটে মোঃ নূরুল ইসলাম শিকদার বয়স আনুমানিক ৫০ বছর। মানিকগন্জ সদর উপজেলার বালিরটেক ব্রীজ থেকে লাফিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামের নূরুল ইসলাম গত ছয় বছর যাবত মানসিক প্রতিবন্ধি। মাঝে মাঝে তিনি নিজেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করতো। পারিবারিকভাবে বিবাহিত ও দুই সন্তানের জনক।
সরেজমিনে জানা যায়, ব্রীজ থেকে লাফিয়ে পরার সময় দূর থেকে একাধিক প্রত্যক্ষদর্শী জানান যে, আনুমানিক ৪০ ফুট গভীরতায় পরে যাওয়ার পর স্থানীয় জনগন উদ্ধারের জন্য এগিয়ে গেলেও তাকে খুজে পাওয়া যায়নি। পরবর্তীতে বালিরটেক বন্ধুমহল এর সাধারন সম্পাদক মোঃ আরিফুর রহমান মানিকগন্জ সদর থানার ফায়ার সার্ভিসে খবর দেন।
এ বিষয়ে স্টেশন অফিসার, আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশন এর মোঃ মজিবর জানান, মানিকগন্জ সদর থানায় কোন ডুবুরী না থাকায় আরিচা নদী কাম ফায়ার স্টেশন এ খবর দেন। প্রাকৃতিক দূর্যোগের কারনে রাতে আসা সম্ভব হয়নি। আজ সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান ৪০ ফুট গভীরতায় নানা প্রতিবন্ধকতায় উদ্ধার তৎপরতা বিলম্ব হচ্ছে।
Leave a Reply